মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদী গদাইরচর আছিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা (প্রস্তাবিত)’র ভর্তি উৎসব র্যা লি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ নভেম্বর দুপুর ১২টা সময় গদাইরচর আছিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যা লিটি শুরু হয়ে মাধবদী বাজারের বিভিন্ন সড়ক হয়ে আবারো মাদ্রাসায় গিয়ে র্যা লিটি শেষ হয়। মূলত ২০২৩ সালের ভর্তি কার্যক্রমের প্রচারনা হিসেবে ব্যতিক্রমী এই র্যা লির আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। র্যা লিতে উপস্থিত ছিলেন গদাইরচর আছিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাহে আলম চৌধুরী, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ জ ম ছালেহসহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। মাদ্রাসা কর্তৃপক্ষ সুন্নতে নববীর আদর্শে হক্কানী আলেম গড়ার প্রচেষ্টায় বালক ও বালিকা শাখায় পৃথকভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে।