নিজস্ব প্রতিনিধি:
প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন নরসিংদী জেলা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সাইটসেভার্স ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল নরসিংদীর সহায়তায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজন করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইবনুল হাসান ইভেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, সহকারী পরিচালক নইম জাহাঙ্গীর, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র ও লায়ন্সের প্রশাসনিক কর্মকর্তা ননী দাসসহ আরো অনেকে। সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় সমাজের সর্বস্তরের জনগনকে আরো সম্পৃক্ত হওয়ার আহবান জানানো হয়।