মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে সামাজিক সংগঠন মাধবদী এডুকেশন এইডের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করা হয়। গত ২৯ অক্টোবর রাতে মাধবদী এডুকেশন এইডের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে দিবসটি উৎযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী ওয়েস্টার্ন স্কুলের প্রিন্সিপাল ও অত্র সংগঠনের সভাপতি আঃ মালেক মোল্ল্যা। সভাপতিত্ব করেন মাধবদী টেক্সটাইল ইঞ্জি. কলেজের কো-অর্ডিনেটর মোঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুছা মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাধবদী এডুকেশন এইডের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন। হাজী আবেদ আলী কলেজের প্রভাষক বেলাল আহমেদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী এডুকেশন এইডের কোষাধ্যক্ষ মোঃ মামুন খান চৌধুরী, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাহিদ হাসান, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জহির আহমেদ , মোঃ জাকারিয়া প্রমূখ। এসময় সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য “স-ুশিক্ষার লক্ষে মানবতার পক্ষে” ¯েøাগানকে সামনে রেখে সংগঠনটি মাধবদী থানা এলাকায় প্রান্তিক জনগণ যারা অর্থনৈতিক সমস্যার কারণে শিক্ষা থেকে বঞ্চিত তাদের নিয়ে কাজ করছে। মাধবদীতে কিভাবে শিক্ষার মান উন্নতি লাভ করে সে লক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি। তাছাড়া সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিঃস্বার্থভাবে করে যাচ্ছে।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫