সুমন পাল,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ নরসিংদীর মাধবদীতে শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ধামে ১৫তম বার্ষিক শ্যামা পূজা উপলক্ষ্যে তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে শ্যামা পূজা উদযাপন কমিটি। সেই উপলক্ষ্যে গত ২৪ অক্টোবর সোমবার রাতে শ্রী শ্রী গৌর নিতাই আখড়া প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও শ্যামা পূজা উদযাপন আগমনী বইয়ের মোড়ক উন্মচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানার অফিসার ইনচার্জ মো: রকিবুজ্জামান, পৌর কাউন্সিলর গৌতম ঘোষ, প্রণব কুমার সাহা লুটু, স্বপন সূত্রধর, শ্যামা পূজা উদযাপন কমিটির সভাপতি পংকজ সাহা, সাধারণ সম্পাদক অঞ্জন সূত্রধর খোকন, অমল সাহা, অপু সাহা, সনেট কুমার সাহা, গৌতম সাহা, সুমন আচার্য্য, কৃষ্ণ সাহা, দিলীপ দাস প্রমুখ। অনুষ্ঠানে ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।