মকবুল হোসেন , নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ মনির হোসেন ভূইয়াকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার(১৭ অক্টোবর) সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নরসিংদীর ছয়টি উপজেলায় ইভিএমের মাধ্যমে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নরসিংদী জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন আ'লীগ মনোনীত দলীয় প্রার্থী নরসিংদী জেলা আওয়ামীলীগের পোস্টার খ্যাত আব্দুল মতিন ভূঁইয়াকে ২৭২ ভোটের ব্যবধানে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন ভূঁইয়া বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন ভূঁইয়া (আনারস ) পেয়েছেন ৬২২ ভোট অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ'লীগ মনোনীত দলীয় প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া(কাপ-পিরিচ) ৩৫০ ও অপর প্রার্থী সৈয়দ মাহমুদ জাহান লিটু পেয়েছেন (মোটরসাইকেল) ২১ ভোট। নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে ৫টি পৌরসভা ও ৭১ টি ইউনিয়নের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বার মিলে মোট ভোটার সংখ্যা ছিল ১০০৩ জন। ৬টি উপজেলায় ৬টি ভোট কেন্দ্রে মোট ১৩টি বুথ কক্ষ স্থাপন করা হয়। প্রতিটি ভোট কেন্দ্র এলাকায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে মনিটরিং করা হয়। তাছাড়া ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন, বিজিপি, র্যাব, পুলিশ, আনসার, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল চোখে পড়ার মতো। এতো সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভোটার ও কর্মী সমর্থকরা নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন। নরসিংদী