নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার পলাশ উপজেলার ২৫ জন দুস্থ ব্যক্তি পেয়েছেন দুই বান্ডিল করে ঢেউটিন ও দু হাজার করে নগদ অর্থ। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালযের নিয়মিত বরাদ্দের অংশ হিসেবে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। আজ সকালে পলাশ উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।
সরকারি সহায়তায় এসব ঢেউটিন ও নগদ অর্থ পেয়ে হতদরিদ্র পরিবারের এ সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন এখন অন্তত ঘর দিয়ে আর পানি পড়বে না একটু শান্তিতে ছেলে মেয়ে স্বামী স্ত্রীকে নিয়ে রাত্রি যাপন করতে পারব।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরি (পি এ এ), ঘোড়াশাল পৌর সভার মেয়র মোঃ শরিফুল হক, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেন্, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী ও পলাশ প্রেসক্লাবের সভাপতি এস এম শফি।