নিজস্ব প্রতিনিধিঃ- কুড়িগ্রামের উত্তম কুমরপুর ডাক্তারপাড়ায় আতাউর রহমান (৩২) তার ছেলে জোবায়েদ (১১) কে । একই গ্রামের ফজলুরের ছেলে আনারুল এর বিরুদ্ধে মারধর ও প্রাণ নাশের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ সেপ্টম্বর) সকালে উত্তর কুমরপুর ডাক্তারপাড়ার এরশাদুল এর বাড়ির সামনে রাস্তার পার্শ্বে ।
ভুক্তভোগী আতাউর রহমান ও স্থানীয়রা জানান, উত্তর কুমরপুর ডাক্তারপাড়ার এরশাদুল এর বাড়ির সামনে রাস্তার পার্শ্বে লুডু খেলা,আটকোড এবং মোবাইল গেমসহ বিভিন্ন বাজি খেলায় লিপ্ত মাদক সেবনকারী খেলা চলাকালীন সময় আমার ছেলে রাস্তাদিয়ে যাওয়ার সময় তাকে থামতে বলে এবং দোকান থেকে সিগারেট নিয়ে আসতে বলে। আমার ছেলে ছোট হওয়ায় তা আনতে অস্বীকার করে। তৎক্ষণাৎ আনারুল জোবায়েদকে সজোড়ে ঘুষি মারে এতে সে মাঠিতে পরে গেলে তার পর সে গলা চিপে ধরে। আমি ছেলের চিৎকারের গলার কন্ঠ শুনে ঘটনাস্থলে উপস্থিত হলে সে পরক্ষণেই আমার ছেলেকে ছেড়ে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমার বুকে সজোরে ঘুষি এবং প্রাণ নাশের উদ্যেশে আমাকে গলা চিপে ধরে। পরে স্থানীয়রা আমাকে ও আমার ছেলেকে উদ্ধার করে সদর হাসপতাল কুড়িগ্রামে নিয়ে যায়। হাসপাতালে আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়লেও আমার ছেলে জোবায়েদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতলে ভর্তি রাখা হয়।
আতাউর রহমান আরও জানান, এ ব্যাপারে কুড়িগ্রামে থানায় তিনি সাধারন ডাইরি করার জন্য আবেদন দেওয়া করেছেন।