আব্দুল হান্নান মানিক
নিরাপদ সড়ক চাই (নিসচা)র নিরাপদ সড়ক চাই নিসচা শিবপুর উপজেলা শাখার আয়োজনে ইটাখোলা-গাজীপুর সড়কের সাধারচর বাজার গোলচত্বরে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (১০জুলাই) সকাল ১১টায়, নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক'র সভাপতিত্বে এ মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়।
জনগনকে সচেতন করতে ও চালকদের নিরাপদে গাড়ী চালাতে উপদেশ মুলক বক্তব্যে বলেন, একমাত্র জনসচেতনতাই সড়ক দুর্ঘটনা কমাতে সাহায্য করতে পারে। মাস্ক ব্যবহার করোন দূরত্ব বজায় রাখুন নিজে বাঁচুন জন্য বাঁচতে সহায়ক হন সার্বিক সহযোগিতায় ছিলেন, নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখার সদস্য আবদুর রহমান (মিলটন) , উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখার সড়ক দুর্ঘটনায় ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক মোঃ কাউছার ভুইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া (কাউছার) সদস্য মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।