প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২২, ১:৫৫ পি.এম
নরসিংদীর মাধবদীতে ক্যান্ডেল পার্ক এর উদ্বোধন
সুমন পালঃ বাংলার ঐতিহ্য লালিত কারু শিল্পে বেষ্টিত ক্যান্ডেল পার্ক এর উদ্বোধন করা হয়েছে আজ বিকেলে নরসিংদী জেলার মাধবদী পৌর সভার সন্নিকটে মাধবদী হাই স্কুল খেলার মাঠের পাশে প্রধান মার্কেটে। আজ ক্যান্ডেল পার্কের উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। এসময় উদ্বোধক পৌর মেয়র বলেন মাধবদীর মানুষ যাতে এখানে এসে মানসম্মত খাবার খেতে পারে এবং খাবারের মূল্য যেন সীমিত হয় সেদিকে ক্যান্ডেল পার্ক কর্তৃপক্ষকে নির্দেশ দেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব আহমেদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম ঘোষ, মোঃ মকবুল হোসেন কাজল, সাইদ আল মামুন, আফজাল হোসেন, মোঃ জিল্লুর রহমান, মোঃ সেলিম হোসেন, মাহফুজুর রহমান কালাম প্রধান, মজিবুর রহমান সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ ক্যান্ডেল পার্কটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকবে। এখানে প্রতিদিন বাংলা, চাইনিজ ও ইন্ডিয়ান খাবার পাওয়া যাবে। খোলামেলা পরিবেশে গড়ে ওঠা এ ক্যান্ডেল পার্কটি মাধবদী বাসীর মনের খোরাক পূরন করতে পারবে বলে কর্তৃপক্ষের বিশ্বাস।
Copyright © 2025 নরসিংদীর আওয়াজ. All rights reserved.