মুহাম্মদ মুছা মিয়াঃ আগামী ২৯ জুলাই নরসিংদীর মাধবদী শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় মাধবদী পৌরসভায় এসভা অনুষ্ঠিত হয়। মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভাটি হয়। মাধবদী শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধবদী শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান ভূইয়া, সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বেনুজীর আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা পরিমল ঘোষ, আঃ বাতেন, আপেল মাহমুদ সহ প্রতিটি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের নেতাকর্মীগণ। উল্লেখ্য আগামী ২৯ জুলাই মাধবদী শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিপূর্বে সম্মেলনের কয়েকটি তারিখ পরিবর্তন হয়েছে। নরসিংদীতে আওয়ামী লীগের দ্বন্দ্বের রাজনীতিতে মাধবদী শহর আওয়ামী লীগের কাউন্সিলটি খুবই গুরুত্বপূর্ণ। নরসিংদীর রাজনীতিতে সকলের চোখ এখন মাধবদী শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিকে