সাম্প্রতিক জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইয়াং ও বাংলাদেশ কলেজ ফটোগ্রাফি এসোসিয়েসন (বিসিপিএ)
যৌথ উদ্যোগে ন্যাশনাল ফটোগ্রাফি সামিট ২০২২ প্রথম কর্মশালা সম্পন্ন হয় রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে ।
সারাদিন ব্যাপী এই কর্মশালাতে ছিল ফটোগ্রাফির বিষয়ে যাবতীয় আলোচনা। নন্দিত ফটোগ্রাফার এহসানুল সিদ্দিক অরন্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেসিআই ঢাকা ইয়াংয়ের প্রেসিডেন্ট এস এম মুক্তাদিরুল হক এবং বিসিপিএ এর প্রেসিডেন্ট ফারহান আহমেদ রাফিন।
প্রায় শতাধিক প্রশিক্ষার্থীরা এই কর্মশালাটিতে অংশগ্রহণ করেন এবং কর্মশালাটির শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
ফটোগ্রাফি সামিট ২০২২ মূল পরিকল্পনা ও সমন্বয়ে আছেন জেসিআই ঢাকা ইয়াংয়ের ভাইস প্রেসিডেন্ট সামিয়া রহমান ও বিসিপিএ এর অপারেশন ম্যানেজার মায়িশা তাবাসসুম মমি। অনুষ্ঠানে জেসিআই ঢাকা ইয়াং এবং বিসিপিএ এর প্রেসিডেন্ট, বোর্ড ও সাধারণ সদস্যসহ
আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্তিত ছিলেন।
স্পনসর হিসেবে সান-ড্রিকিং ওয়াটার, চিত্রগল্প, অমনি ডেভেলো, ক্রয়বাজ-অনলাইন শপ, জিন্নাহ ট্রেডার্স, ইভেন্ট মানিয়া, থ্রু দ্যি লেন্সঃ বাংলাদেশ, স্টুডিও১৯, ছবির টঙসহ বেশ ক্লাব পার্টনার হিসেবে বেশ কিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব যুক্ত আছে।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের দুই হাজারেরও বেশি সদস্য রয়েছেন।
বাংলাদেশ কলেজ ফটোগ্রাফি এসোসিয়েশন (বিসিপিএ) একটি নন প্রফিট ফটোগ্রাফি প্লাটফর্ম যারা স্কুল - কলেজ শিক্ষার্থীদের ফটোগ্রাফি চর্চা এবং উন্নয়নে কাজ করে।
নরসিংদী জেলা প্রতিনিধি