এম. শরীফ হোসেন: মোঃ দেলোেয়ার হোসেন'কে সভাপতি, হেমায়েত হোসেন শাওন'কে সাধারণ সম্পাদক এবং রায়হান মিয়া'কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী ১বছরের জন্য নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শনিবার(৩০ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহীন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রকাশ হয়। নরসিংদী জেলা ছাত্রলীগের কার্যালয়ে এক আলোচনা সভায় এই কমিটির অনুমোদন দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ এর সভাপতি হাসিবুল হাসান মিন্টু, মাধবদী থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহীন, সদ্য ঘোষিত আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন শাওন এবং সাংগঠনিক সম্পাদক রায়হান মিয়া সহ অন্যান্যরা।