প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২২, ১:৪৭ পি.এম
নরসিংদী সদর সাব রেজিষ্ট্রি অফিস দলিল লিখক সমিতির সদস্যদের মধ্যে ঈদ বোনাস বিতরণ
মনিরুজ্জামান,নরসিংদীঃ নরসিংদী সদর সাব রেজিষ্ট্রি অফিস দলিল লিখক সমিতির আহবায়ক কমিটি কর্তৃক সমিতির সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বোনাস বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) নরসিংদী সদর সাব রেজিষ্ট্রি অফিস দলিল লিখক সমিতির প্রত্যেক সদস্যকে নগদ ২০ হাজার টাকা করে ঈদ বোনাস প্রদান করা হয়ে।
এ সময় উপস্থিত ছিলেন, দলিল লিখক সমিতির আহ্বায়ক মো: জহিরুল হক জহির, যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু, সদস্য সচিব মো: মামুন ভূইয়াসহ মেয়াদ উত্তীর্ণ কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য ইতিপূর্বে বেশকিছু মিডিয়ায় বোনাসের নামে দলিল প্রতি ২ হাজার টাকা আদায় করার ব্যাপারে যে সংবাদ প্রকাশিত হয়েছিল তা অবান্তর ও ভিত্তিহীন।করোনা কালীন সময়ে দলিল লেখক সমিতির সদস্যদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বিবেচনা করে তাদের অর্থনৈতিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা।
কতিপয় স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন সংবাদ পরিবেশন করিয়েছে। এতে করে দলিল লিখক সমিতির কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হওয়াসহ সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। গত ২৭ এপ্রিল সমিতির সকল সদস্যদের মধ্যে ঈদ বোনাস প্রদান করার বিষয়টি প্রমান করে যে, দলিল লিখকদের জমানো টাকা তারা নিজেরা সঠিকভাবে বুঝে পেয়েছে।
এ টাকা সমিতির সদস্যদের নিজেদের কল্যাণে নেওয়া হয়েছে। এতে কোন ব্যাক্তিগত স্বার্থ ছিলনা। সমিতির সকল সদস্যদের বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করেই আহ্বায়ক কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। সমিতির বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করে ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে সাংবাদিকদের অনুরোধ করেন তারা।
Copyright © 2025 নরসিংদীর আওয়াজ. All rights reserved.