নিজস্ব প্রতিবেদক : মাধবদীতে সামাজিক সংগঠন 'ব্যতিক্রম' এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বলভদ্রদী দারুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আল-আমিন সরকার, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা মো. আল-আমিন, বলভদ্রদী দারুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আহসান উল্লাহ ও বলভদ্রদী জামে মসজিদের সহ-সভাপতি আনোয়ার হোসেন মৌলভী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বলভদ্রদী জামে মসজিদের মোতোয়াল্লি লোকমান হোসেন ও মসজিদের ইমাম ছফির উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানের আয়োজক হিসেবে ব্যতিক্রম সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো.রাজু মোল্লা, মাহফুজুর রহমান কালাম, নাঈম দেওয়ান,মো. আরিফ, সোহেল, শোয়াইব ভুঁইয়া বাবু, মো. রাশেদ, রাসেল, রিফাত, রুবেল, মহি উদ্দিন, আতিক, জিসান প্রমূখ। অনুষ্ঠানে বলভদ্রদী দারুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, অতিথসহ উপস্থিত স্থানীয়দের মাঝে ইফতারসহ রাতের খাবার পরিবেশন করা হয়।