মকবুল হোসেন ঃনরসিংদীর শিবপুর উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আমাদের নতুন সময় শিবপুর প্রতিনিধি মোঃ স্বপন খান (৪০) ইন্তেকাল করেছেন।
আজ বুধবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোঃস্বপন খান শিবপুর উপজেলায় সুনামের সাথে দীর্ঘদিন যাবত সাংবাদিকতা করে আসছেন।
সম্প্রতি সময়ে মোঃ স্বপন খান ব্রেইন স্ট্রোক করে প্রায় দুই মাস যাবৎ চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।এমন অবস্থায় বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ রাত সাড়ে ৭টায় উপজেলার পুটিয়া ইউনিয়নের বাড়ৈআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানের তাকে দাফন করা হবে। মৃত্যুকালে মোঃ স্বপন খান ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মকবুল হোসেন