আমদিয়ায় পরকীয়ায় ঘর ছাড়া শামীমা, শিশু পুত্রের জীবনের নিরাপত্তা চান প্রবাসী পিতা
নিউজটায় ষ্টাফ রিপোর্টার :- নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের প্রবাসী মুনজুর শিকদার তার শিশু পুত্রের জীবনের নিরাপত্তা চাইছেন। জানাযায়, ২০১৩ ইং সালে আমদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামের মৃত আঃ অহিদ মিয়ার ছেলে মুনজুর শিকদার একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আনৈবাড়ি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে শামিমা আক্তার তিশাকে সামাজিক ও ইসলাম ধর্মীয় রিতি অনুযায়ী উভয় পরিবারের সম্মতিতে বিয়ে করে সংসার শুরু করেন। মুনজুর শিকদার ও শামীমার সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হলে মুনজুর শিকদার জীবিকা নির্বাহ ও সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পাড়ি জমান প্রবাসে। নিজ স্ত্রী ও সন্তানকে ভালো রাখার চেষ্টায় যখন প্রবাসে দিনরাত পরিশ্রম করছেন মুনজুর শিকদার ঠিক তখনই স্বামীর অবর্তমানে পরকীয়ার জড়িয়ে পড়েন শামীমা। লোকমুখে নিজ স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে পড়ার খবর প্রবাসে থেকে পেয়ে স্ত্রী শামীমাকে নানাভাবে বুজাতে থাকেন মুনজুর শিকদার কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী । দিন যায় আরও উশৃংখল এবং বেপরোয়া হয়ে উঠে শামীমা বহুগামী পুরুষে আসক্ত শামীমার আসল রুপ প্রকাশ পায় এতে করে প্রবাসী স্বামী মুনজুর শিকদার স্ত্রীকে ভালোভাবে চলার পরামর্শ ও চাপ দিলে শামিমা তাদের শিশু পুত্রকে নিয়ে মুনজুর শিকদারের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। শামীমার বাবার বাড়ি ও নিকট আত্তিয়ের বাড়িতে খোজাখুজি করে মুনজুর শিকদার জানতে পারেন তার স্ত্রী শামীমা আমদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হেলালউদ্দিনের সাথে পরকীয়া জড়িয়ে তার সংসার ছেড়ে হেলাল উদ্দীন মেম্বারের সাথে পালিয়েছে। এতে করে হতাশ ও মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত প্রবাসী মুনজুর শিকদার তার শিশু পুত্র তাওহীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মুনজুর শিকদার বলেন আমি আমার স্ত্রী শামীমাকে অনেক বুঝানোর চেষ্টা করেছি সে যার সাথে পালিয়েছে মেম্বার হেলালউদ্দিনের একাধিক নারী কেলেংকারীর খবর এলাকায় প্রকাশ্যে আছে মেম্বার একজন নারীবাজ। মুনজুর শিকদার আরও বলেন চারপাশে পরকীয়ার বলি হচ্ছে শিশুরা আমার শিশু পুত্রের বেলায় যেনো এমন পরিনতি না হয় আমি তার জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। মুনজুর শিকদার বলেন আমি বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করেও নিজ শিশু পুত্রের কোনো সন্ধান পাচ্ছি না আমি আমার শিশু পুত্র তাওহীদের জীবনে নিরাপত্তা চেয়ে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও নরসিংদী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি । এ বেপারে হেলালউদ্দিন মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে হেলাল উদ্দীন মেম্বার প্রবাসীর স্ত্রী শামীমাকে বিয়ে করার কথা স্বীকার করেন। শামীমা ও তার বাবার বাড়িতে যোগাযোগ করলে তারা এবিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।