সুমন পালঃ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১লা মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় মাধবদী পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে। মাধবদী পৌরসভার আয়োজনে মাধবদী শহর তথ্য ও সংস্কৃৃতি বিষয়ক স্থায়ী কমিটির সহযোগীতায় “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভায় মাধবদী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ শেখ ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাধবদী পৌর মেয়র হাজ্বী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা প্রবীর সূত্রধর, টগর সূত্রধর, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ খবির উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শেফাল সূত্রধর, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, মাধবদী শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাংবাদিক সুমন পাল সহ বিভিন্ন বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু ছিলেন একজন জাগ্রত প্রাণ। তা একটি আঙ্গুলের ইশারায় বাঙালি জাতি জিবন দিতে প্রস্তুত ছিলেন। বঙ্গবন্ধু না হলে আজ আমরা লাল সবুজের পতাকা পেতাম না। এ বাংলায় বঙ্গবন্ধু চির স্মরণীয় হয়ে আছে এবং থাকবে।
## সুমন পাল