নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃস্বরচিত কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলেন পলাশ সাহিত্য সংসদ।
ফালগুনের প্রথম দিনে ঋতুরাজ বসন্তের আগমনে নরসিংদীর পলাশে সোমবার (১৪ ফেব্রুয়ারী) পরন্ত বিকেলে উপজেলার বৈশাখী মঞ্চে চলে সাহিত্য প্রেমী ও কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর।
বসন্ত বরণে পলাশ সাহিত্য সংসদের আয়োজনে প্রেমের কবিতা ও ঋতুরাজ বসন্তকে নিয়ে লেখা কবিতা পাঠ করেন, কবি শাহ্ বোরহান মেহেদী, কবি নাসিম আজাদ, কবি মেজবাহ উদ্দিন ভূইয়া, কবি আইরিন পম্পি ও কবি জাকির মুরাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান জয়,আলামিন মুন্সি, মাহবুবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।
#
নাসিম আজাদ
১৪.০২.২০২২
পলাশ, নরসিংদী।