প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২২, ১১:৩৭ এ.এম
মুচলেকা দিয়ে গ্রামে প্রত্যাবর্তন
মনিরুজ্জামান,নরসিংদীঃ
ঝগড়া নয় ,শান্তি চাই এই মর্মে মুচলেকা দিয়ে গ্রামে প্রত্যাবর্তন করেছে ৫ শতাধিক গ্রামবাসী।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)বিকাল চারটার সময় নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় প্রায় পাঁচ শতাধিক গ্রামবাসি জীবনে আর কোনদিন ঝগড়া বিবাদ করবে না মর্মে মুচলেকা দিয়ে গ্রামে পুনরায় ফিরে আসার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। উল্লেখ্য, আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে দুই ইউপি মেম্বার প্রার্থীদের কর্মীসমর্থকদের মধ্যে নির্বাচনপূর্ব সহিংসতায় তিনজন নিহত হলে ৫৩ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি রেখে স্বপন নামের একজন বাদী হয়ে মামলা করে। এতে নির্বাচনের আগেই আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহর প্রায় তিন হাজার কর্মী সমর্থক গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গ্রামে প্রবেশ করলে পূর্বে এলাকায় থাকা গ্রুপ (চেয়ারম্যান দিপু সমর্থক ) ভয়ে বাড়ি ছেড়ে চলে যায়। প্রায় দেড় মাস বাড়িঘর ছেড়ে পালিয়ে মানবেতর জীবন-যাপন করে বেড়াতে থাকে। এতে গ্রামবাসীদের মধ্যে ঝগড়া ও প্রতিহিংসা পরিহার করে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি সৃষ্টির লক্ষ্যে মুচলেকার মাধ্যমে গ্রামের মাতব্বররা মিলে খোদাদিলা গ্রামের প্রায় পাঁচ শতাধিক লোকদেরকে তাদের বাড়িতে ফিরিয়ে আনেন। গ্রামছাড়া মানুষগুলোকে ফিরিয়ে আনতে আব্দুল কাইয়ুম সরকার, অ্যাডভোকেট আসাদ উল্লাহ, হাজী আব্দুল মালেক মেম্বার, ফাহীম সিদ্দীকী ,জয়নাল সরকার ,মোস্তফা মিয়া ,রুবেল আহমেদ ,সেলিম মিয়া প্রমুখ অগ্রণী ভূমিকা পালন করেন। অপরদিকে যারা বাড়িতে এসেছেন তাদের মধ্যে হাজী হাসেন আলী, শহিদ মিয়া, নজর পাগলা, হালিম,হানিফা প্রমুখ তাদের পরিবারের লোকজন এবং কর্মী সমর্থকরা উল্লেখযোগ্য । গ্রামের মাতব্বর ও শীর্ষস্থানীয় নেতাদের এ মহতী উদ্যোগের ফলে গ্রামের সকলে ঝগড়া-বিবাদ ভূলে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে গ্রামের উন্নয়নে অবদান রাখবে বলে এলাকার সাধারন জনগন প্রত্যাশা ব্যক্ত করেন।
Copyright © 2025 নরসিংদীর আওয়াজ. All rights reserved.