সুমন পালঃ
নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশ ১২টি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করছে। পুলিশ সূত্রে জানায়, নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম এর নির্দেশনায় সাজাপ্রাপ্ত, পলাতক আসামি গ্রেফতার অভিযান পরিচালনা কালে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান এর নেতৃত্বে আজ ৭জানুয়ারী গভীর রাতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২টি মামলার সাজাপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জ ফতুল্লা ধর্মপুর থেকে মাধবদী মনোহরপুর এলাকার মৃত কাউসার আহামেদ এর ছেলে হাজী মোঃ পারভেজ (৪৩) কে গ্রেপ্তার করে এসআই এম নঈমুল ইসলাম মোস্তাক ও সঙ্গীয় এএসআই হারেছ মিয়া। তার বিরুদ্ধে ১২টি সিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানা দীর্ঘদিন ধরে মূলতবি ছিল এবং আসামী বিভিন্ন জেলায় পলাতক ছিল।
## সুমন পাল মাধবদী নরসিংদী