নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে স্বেচ্ছাসেবী সংগঠন 'দূরন্ত পলাশ'।গত বছরের ন্যায় এবারও আয়োজন করেছেন চড়ুইভাতি সিজন-২।আর প্রতিবারের মতো তারা বেছে নিয়েছেন শীতলক্ষ্যা নদীর পারের সৌন্দর্য মণ্ডিত ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম চত্বর। যেখানে চড়ুইভাতি সিজন-২ উপলক্ষে "দূরন্ত সাময়িকী"র মোড়ক উন্মোচন,চামিচ মুখে মারবেল দৌড়, হাঁড়ি ভাঙা, মোরগের লড়াই, গোল্লা ছুট,ক্রিকেট,ফুটবল সহ ছিল দিনভর নানা আয়োজন। এসব আয়োজনে অংশগ্রহণ করেন দূরন্ত পলাশের সদস্য সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও উদ্দীপ্ত তারুণ্য, দূরবীন পলাশের পাপড়ি সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। শুক্রবার (৩১ডিসেম্বর)সকাল অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন সংগঠনের সভাপতি মাসউদুল ইসলাম রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র আল মুজাহিদ হোসেন তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, কবি মোস্তফা ইছলাহী ও সোহরাব হোসেন রোকন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলীম,মেজবাহ উদ্দীন ভূইয়া, জাহাঙ্গীর হোসেন ও ফারুক মিয়া প্রমুখ। দূরন্ত পলাশের সভাপতি মাসউদুল ইসলাম রানা জানান, আমাদের এই সংগঠনের মাধ্যমে উপজেলার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের ঈদ উপহার সামগ্রী বিতরণ, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারনে ক্ষতিগ্রস্থ, হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাবার বিতরণ, চিকিৎসা সহায়তা সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকি।কোমলমতি ছাত্র ছাত্রীদের মনোবিকাশে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত থাকবে। আগামীদিন এই ধরনের অনুষ্ঠান আরও ব্যাপক আকারে করার ইচ্ছে রয়েছে। #