আব্দুল হান্নান মানিক :--
নরসিংদী শিবপুর চৈতন্য গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল মোতালিব ভুইয়া উপ-পুলিশ পরিদর্শক পিবিআই হেড কোয়ার্টার ঢাকা।
তিনি ঢাকা থেকে ১২ ঘন্টা পায়ে হেঁটে নিজ জেলা নরসিংদী শিবপুর চৈতন্য গ্রামে রাত্রে দশটায় পৌঁছে দৃষ্টান্ত স্থাপন করেছেন ।
আব্দুল মোতালিব ভুইয়া জানান, স্বাধীনতা ৫০ বছর পূর্তি ও মুক্তিযোদ্ধার সম্মানার্থে এই ৭২ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ও সাথে ২০ কেজি ব্যাগ নিয়ে নিজ জেলার শিবপুর উপজেলা চৈতন্য গ্রামের রাতের ১০টায় পৌঁছেছেন।