স্টাফ রিপোর্টার, নামজারি পত্রে দেখা যায় ২৮ মার্চ ২১ ইং তরিখে আবেদন করা হয়। এবং ২৯ মার্চ সাহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক স্বাক্ষর করেন। এ নিয়ে এলাকায় নানা মুখরোচক আলোচনা চলছে।
তিনি একদিনেই খারিজ করে দিয়েছেন সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান আর ডিসি শ্যামল বসাক। উপজেলার বাঘাব ইউনিয়নের জয়মঙ্গল মৌজার ৭৮৬ খতিয়ানে,জেএলনং ৯৫ এ খারিজ প্রদান করে।
খোঁজ নিয়ে জানা যায়, এ পর্যন্ত অগ্রধিকার ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে জমি দিয়েছেন কেবল মাত্র সেই জমি একদিনে খারিজের নির্দেশ দেয়া হয়েছে।কেউ খারিজের আবেদন করলে বিধি মোতাবেক শরীক বা অংশিদার ও আশাপাশেন জমির মালিককে চিঠি দিয়ে নিশ্চিত করতে হয়। এসব কারণে প্রায় একমাস সময় লেগে যায়। কিন্তু এই জমিটি কি কারণে তিনি একদিনে খারিজ করে দিলেন, এব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন,এখন আমি আরডিসি হিসেবে কর্মরত আছি।
এদিকে এ ব্যাপারে শিবপুর ভুমি অফিসে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক এক সার্ভেয়ার জানান,এটা স্যার নিজেই তদারকি করেছেন।
এবং অতি সম্প্রতি এই খারিজটি বাতিলের জন্য একটি মিস কেইস রুজু হয়েছে বলেও জানা গেছে।