নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে চক্ষু চিকিৎসা বিষয়ে স্থানীয় এনজিওদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নবেম্বর) ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসাপাতাল নরসিংদীর হলরুমে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
ইউ কে এইড ব্রিটিশ জনগনের অর্থায়নে সাউডসেভার্স বাংলাদেশ’র সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়। লায়ন্স চক্ষু হাসপাতাল নরসিংদীর প্রশাসনিক কর্মকর্তা ননী গোপাল দাস এর সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তরের নরসিংদীর উপ পরিচালক মাসুদুল হক তাপস সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় আরো বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার, ইনক্লোশন কর্মকর্তা আ: রহিম মাহমুদ, সাংবাদিক শরীফ ইকবাল রাসেল, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মিজানুর রহমান ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।