মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদী নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু রানী চক্রবর্ত্তীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর বিকাল ৪টায় নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রুমী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, রিপন চন্দ্র সরকার, মুহাম্মদ মিলন মিয়া, মোহাম্মদ হাফিজুর রহমান, অনিতা পাল, আরিফুল ইসলাম, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান সায়েম, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারুল বেগম, সহকারি শিক্ষক আছিয়া বেগম, মোক্তার হোসেন, নাছরিন আহমেদ, ইমরান হোসেন, জ্যোৎনা আক্তার, আব্দুল্লাহ আল মাছুম ভূঞা, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়াপ্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু রানী চক্রবর্ত্তীর বিভিন্ন কর্মকান্ডে প্রশংসা করে বক্তব্য রাখেন এবং তার দীর্ঘায়ূ কামনা করেন। উল্লেখ্য যে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু রানী চক্রবর্ত্তী মাত্র ৫০০ টাকা বেতনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি শুরু করেন। দীর্ঘ ৩৭ বছর চাকরী শেষে এখন অবসর গ্রহণ করেন।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫