নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহিদ হাসান ভূইয়ার নির্বাচনী প্রচারনায় বাধা ও সমর্থকদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ অক্টোবর) সকালে পৌর এলাকার পলাশ মাদ্রাসা মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর প্রার্থী জাহিদ হাসান ভূইয়া অভিযোগ করেন, নির্বাচনে প্রতিক পাওয়ার পর কর্মী সমর্থকদের নিয়ে প্রচারনা কাজে মাঠে নামেন তিনি। মাছে নির্বাচনী প্রচারনা কাজ পরিচালনার সময় প্রতিপক্ষ পাঞ্জাবী মার্কার প্রার্থী কবির আহমেদ এর সমর্থক রুহুল আমীন, মোস্তফা প্রফেসার ও কাউছার কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে জাহিদ হাসানের পক্ষে কাজ না করার জন্য বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়া জাহিদের কর্মী সমর্থকদের কেউ মারা গেলে সামাজিক কবরস্থানে লাশ দাফনে বাধা দেয়া হবে প্রচার করে বেড়াচ্ছে পাঞ্জাবীর এই কর্মীরা।
এই ঘটনায় ঘোড়াশাল পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন কাউন্সিলর প্রার্থী জাহিদ হাসান ভূইয়া।
এসময় তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।