নরসিংদী প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দিন মিয়া বলেন, একজন অভিভাবক হিসেবে তার সন্তানের প্রতি একটাই চাওয়া, সেটি হলো, তার সন্তান লেখাপড়া করে আদর্শ ও সুশিক্ষিত মানুষ হবে। প্রতিষ্ঠিত হয়ে পিতা মাতার মূখ উজ্জল করবে। তাদের দায়িত্বভারও গ্রহন করবে।
শিক্ষার্থীদের উদ্যেশে তিনি আরো বলেন, তোমার পিতা মাতার আশা আকাঙ্খা পুরনের পাশাপাশি সমাজে প্রতিষ্ঠিত হবে, নিজকে প্রতিষ্ঠিত করবে। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানও চায় তার সুনাম রক্ষার্থে সকলে পাশ করে উচ্চতর ডিগ্রি নেবে এবং প্রতিষ্ঠানের মান উজ্জল করবে।
তিনি আজ মঙ্গলবার নরসিংদী মডেল কলেজের নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো: ওমর ফারুক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের রেক্টর ও নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক মো: মমিন মিয়া, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম ও উপাধ্যক্ষ রাজি উল্লাহ রাজিব সহ আরো অনেকে।
আলোচনা শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।