গ্রীণ হলিডে পার্ক এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় নরসিংদীর পলাশ উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাথর পাড়া মহল্লায় এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মেহেরপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মামুনুর রশিদ সাজন এর মালিকানাধীন গ্রীণ হলিডে পার্ক
এর উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব মামুনুর রশিদ সাজন বলেন, গ্রামের খেটে খাওয়া, নিম্নমধ্যবিত্ত মানুষের চিত্ত্ব বিনোদনের কথা চিন্তা করে গ্রামের মনোরম পরিবেশে এ পার্ক নির্মাণ করা হয়েছে।
সাধারণ মানুষের প্রবেশাধিকারের কথা মাথায় রেখে প্রবেশ ফি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জনপ্রতি ৩০ টাকায় টিকেট কেটে দিনব্যাপী এর মনোরম পরিবেশে পরিবার পরিজনকে নিয়ে সময় অতিবাহিত করার জন্য সুন্দর ও মনোরম প্রাকৃতিক পরিবেশে পার্কটি তৈরীর করা হয়েছে।
ভবিষ্যতে আরো আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইড এর সমন্বয়ে এর পরিধি আরও বাড়ানো হবে।
এসময় পার্ক এর স্বত্ত্বাধীকারী মামুনুর রশিদ সাজন এর ছোটভাই আলতাফ হোসেন, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।