হুমায়ুন মিয়া নরসিংদী : 'বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি 'এই শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়।
জেলা প্রশাসক নরসিংদী এর সম্মেলন কক্ষে রবিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা বেলাল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া। জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে নরসিংদী জেলার বিভিন্ন থানা থেকে আগত মৎস্য চাষিরা যোগদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
রায়পুরার মৎস্য চাষি আল-আমিন বলেন- মৎস্য চাষে সারা বাংলাদেশ এর মধ্যে নরসিংদী দ্বিতীয় স্থানে আছে। নদীতে মাছ চাষের জন্যে সবাই কে এগিয়ে আসার আহবান জানান তিনি।
সভাপতি বেলাল আহম্মেদ বলেন- নরসিংদী জেলা মাছ চাষে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে। এই জেলাকে প্রথম স্থানে উন্নীত করার সব ধরনের প্রচেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি।
জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া বলেন - মাছ চাষ করে বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করা যায়। এব্যাপারে তিনি জেলা প্রশাসক এর সহযোগিতাও কামনা করেন
জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন- এটা আনন্দের বিষয় যে নরসিংদী জেলা সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে। বেকারত্ব দূর করতে মাছ চাষ করার পরামর্শ ও তিনি দেন। তিনি বলেন - হারিয়ে যাওয়া নানান প্রজাতির দেশি মাছ কে রক্ষা করতে হলে পুকুরের পাশাপাশি নদীতে ও মাছ চাষ করতে হবে। বঙ্গবন্ধু পাটের পরই মাছ চাষের গুরুত্ব দিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। সরকার দেশ কে এগিয়ে নিতে সব ধরনের প্রচেষ্টাই করে যাচ্ছে। জেলা প্রশাসক বলেন আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি সবাই কে বেশি বেশি মাছ খেতে পরামর্শ দেন যাতে শরীরে আমিষের চাহিদা পূরণ হয়।
নরসিংদীর মাছ চাষিরদের নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করার পর সফল চাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।