সুমন পালঃ
পাইকারচরে ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি-র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বালাপুরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬সেপ্টেম্বর শুক্রবার বিকেলে।
পাইকারচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বাদল(মেম্বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান হাজী মোঃ মাইনুল ইসলাম ভূইয়া। আরো উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম প্রধান, পাইকারচর ইউনিয়ন জাসাস সহ সভাপতি কাজিম উদ্দীন, পাইকারচর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, পাইকারচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ গাউছ নেওয়াজ, পাইকারচর ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক খালেদ মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোস্তফা মিয়া, পাইকারচর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন, পাইকারচর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মাহাবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস সরকার, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আবু কালাম, বিএনপি নেতা মোঃ বাদশা, ৫নং ওয়ার্ড যুব দলের সাবেক সদস্য খালেদ, মাধবদী থানা জাসাস এর যুগ্ম আহবায়ক মাইনুদ্দীন তালুকদার সহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।