মাধবদী সংবাদদাতাঃ
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় রতন মিয়া গংদের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, ভগীরথপুর এলাকার মৃত মোবারক হোসেন এর ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (৬১) রতন মিয়া গংদের প্রতিবেশী। জমিসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলমান রহিয়াছে। এরই জেরধরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষের কাগজপত্র দেখে রতন মিয়া গংদের পক্ষে রায় প্রদান করে এবং জমি মাপ করিয়া রতন মিয়া গংদের বুঝাইয়া দিতে বললেও জমির দখল ছাড়িতে অস্বীকার করে। বিগত ৪বছর পূর্ব হইতে তোফাজ্জল হোসেন জোর পূর্বক পিলার নির্মাণ করিয়া রাখিয়াছে। বিগত ২মাস পূর্ব হইতে তোফাজ্জল হোসেন তাদের সীমানা অতিক্রম করে পাকা বাড়ি নির্মাণ করছে। নির্মাণাধীন বাড়ি রতন মিয়া গংদের দেড় ফুট জমি দখল করে রেখেছে। বাড়ি নির্মাণে বাধা দিলে তোফাজ্জল হোসেন মারধর করার হুমকি প্রদান করে। তোফাজ্জল হোসেন জোর পূর্বক রতন মিয়া গংদের জমির ভিতর এক ফুট প্রবেশ করে বাড়ির ছাদ নির্মাণ করছে। রতন মিয়া গংরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা কামনা করছে।