1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে ৪০ কেজি গাজা ও একটি বাস সহ আটক-৩ মাধবদীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত নরসিংদীর পলাশে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মাধবদীর বাবুরহাটে কিশোরী হত্যার রহস্য উদঘাটন !! ৪ আসামী আটক মাধবদীতে নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চৌয়া দারুল হুদা ক্বওমী ও হিফজ মাদ্রাসার কমিটি গঠন কাজৈর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

নরসিংদীতে মাদকবিরোধী সচেতনতা ও যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

মনিরুজ্জামান, নরসিংদীঃ নরসিংদীর মাধবদীতে মাদকবিরোধী সচেতনতা ও যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজির) আয়োজনে মাধবদীর নুরালাপুর ইউনিয়নের মৈষাদী খেজুর তলা বাজারে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
পিএফজি নরসিংদীর পিস এম্বাসেডর মকবুল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তাতী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, নরসিংদী জেলা আওয়ামী লীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহনাজ প্রধান নাজ বলেন, আমাদের চারপাশে এখন মাদকের ছড়াছড়ি। মাদকের কড়াল গ্রাস থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক এখন আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের ভয়াবহ থাবায় আজ আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধন ভেঙ্গে পড়ছে। তাই পারিবারিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, আমার বাবা ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী প্রধান সব সময় মাদকের বিরুদ্ধে লড়াই করে গেছেন এখনো করছেন। আমিও তার পথ অনুসরণ করে শৈশব থেকেই মাদককে ঘৃণা করি। তাছাড়া আমাদের ধর্মেও মাদকের বিরুদ্ধে অনেক শাস্তির কথা বলা হয়েছে তাই মাদকের বিরুদ্ধে পারিবারিক সুশিক্ষা ও সামাজিক সচেতনতা তৈরি করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
পিএফজি নরসিংদী সদর উপজেলার সদস্য মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক , ছড়াকার ও সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ডেপুটি ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা, পিএফজি নরসিংদীর সমন্বয়ক সাংবাদিক হলধর দাস, সদস্য ফররুখ আহমেদ ও মোঃ তাইজুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় বাংলাদেশ হাঙ্গার প্রজেক্টের এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, সমন্বয়ক রিপন আচার্য, দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী আকলিমা চৌধুরী ও কুমিল্লা জেলা শাখার সমন্বয়ক খোদেজা বেগম, কবি ও সাংবাদিক ফজলুল হক মিলন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান ও সাংবাদিক হুমায়ূন মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.