সুমন পালঃ
“রক্ষা করি পরিবেশ, গড়ি সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর দিক নির্দেশনায় নরসিংদী জেলা গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট এর পক্ষ থেকে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়। মাধবদীতে আজ ১৫ আগষ্ট মঙ্গলবার বিকেলে মাধবদী এলাকায় বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে ৪৮টি চারা রোপন করা হয়। গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট নরসিংদী জেলার সভাপতি প্রফেসর ড. শেখ আবুল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট এর সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, ইকবাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ, ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কালাম মিয়া, কার্যকরী সদস্য আব্দুল মজিদ সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।