নাসিম আজাদ,পলাশ প্রতিনিধিঃ
মাঝেরচর কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ২০১৭ সালে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়।তিন কক্ষ বিশিষ্ট পুরাতন একটি টিনসেড রয়েছে, পাশে নতুন একটি ভবন নির্মাণের কাজ চললেও টাকার অভাবে তা বন্ধ রয়েছে।
নেই টয়লেট ও গোসলখানার ব্যবস্থা।কষ্ট করে রাস্তার ওপারে থাকা মসজিদটির গোসলখানা ও টয়লেট ব্যবহার করতে হয়।এতিমখানাটির অবস্থান নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে।পরিচালনা পরিষদ, শিক্ষক ও এতিম ছাত্ররা তাদের এই আকুতির কথা জানিয়েছেন। অর্ধশতাধিক এতিম ছাত্র এতে লেখা পড়াশোনা করছেন। এতো সমস্যার মাঝেও তাদের চোখে মুখে ফুটে উঠেছিল আনন্দ উল্লাস।এটি ছিল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন পাঞ্জাবি উপহার পাওয়ার উল্লাস।সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা পারুলিয়া গ্রামের হারিছুল হক পাঠিয়েছেন তাদের জন্য এই ঈদ উপহার। ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় এতিমখানা চত্বরে পাঞ্জাবি বিতরণ করেন এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি মোঃসহিদুল্লাহ চৌধুরী। এসময় সকল শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
#