সুমন পালঃ
মাধবদী পৌর সভার আয়োজনে আজ ২১ জানুয়ারী শনিবার দুপুরে মাধবদী হাই স্কুল মাঠে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের গরীব, অসহায় ও শীতার্থ মানুষের মাঝে এক যোগে ২ হাজার ৫শত কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। প্রধান অতিথি বলেন বর্তমান সরকার এ দেশের গরীব দুঃখী মানুষের সরকার। এ সরকার আগামীতে ক্ষমতায় থাকলে দেশের আরো উন্নয়ন হবে। আমি সরকারী বরাদ্দ সহ নিজ অর্থায়নে যতটুকু পেরেছি তা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ রাজিব আহমেদ, মোঃ শেখ ফরিদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ হায়দার আলী, গৌতম ঘোষ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম, ফরিদা ইয়াসমিন, ফাতেমা বেগম, মায়া রানী দেবনাথ প্রমুখ।