সুমন পাল ঃ বাংলাদেশ তরিকত ফেডারেশ (বি.টি.এফ) এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশ নরসিংদী জেলা শাখা গত ৩অক্টোবর সোমবার সকাল ১০টায়। র্যালীটি মাধবদী শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে মাধবদীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে নরসিংদী জেলা বাংলাদেশ তরিকত ফেডারেশ এর আহবায়ক হাজী মুহাম্মদ ছবির মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব আনিসুর রহমান ইসমাইল , যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন মাইজভান্ডারি , মাওলানা মুহাম্মদ মাছুম বিল্লাহ, ডাঃ মানিক শাহ , সদস্য মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ মিলন মিয়া, মুহাম্মদ জেমসের আলী , মুহাম্মদ আংগুর মৃধা, মুহাম্মদ রফিকুলইসলাম , মুহাম্মদ লুতফুর রহমান , কাজী নয়ন, মুহাম্মদ সেলিম প্রধান , মুহাম্মদ জাহাঙ্গীর আলম , মুহাম্মদ মাসুদ মিয়া, ডাঃ মুহাম্মদ আবু নাসের পটোয়ারী, মুহাম্মদ খান জালাল সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।