সুমন পালঃ ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দের সাথে ভক্তিভরে জন্মাষ্টমী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। সেই দিনটি যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণ সুষ্ঠু ভাবে নির্বিঘ্নে উৎযাপন এর লক্ষে মাধবদী থানা এলাকায় জন্মাষ্টমী র্যালী উদযাপিত হতে যাওয়া সকল কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেছে মাধবদী থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান। মতবিনিময় সভায় কিভাবে জন্মাষ্টমী র্যালী পরিচালনা করা হবে তা নিয়ে বিষদ আলোচনা করা হয়। উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাধবদী থানার তদন্ত অফিসার মোহাম্মদ এমদাদুল হক, মাধবদী থানার অপারেশন অফিসার এনামুল হক শিমুল, এসআই ফরহাদ, পরিমল ঘোষ রঞ্জিত, সুরঞ্জিত সেন গুপ্ত সুজিত, অরবিন্দু বণিক, নিরঞ্জন সাহা, দ্বিপক সাহা, শংকর দেবনাথ, স্বপন সাধু, নিকাশ দাস, কমল মিত্র, সুজন চন্দ্র দাস সহ বিভিন্ন থানা এলাকার জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্যগণ।