মুহাম্মদ মুছা মিয়াঃ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামানের নেতৃত্বে নরসিংদীর মাধবদী পাথরপাড়া গ্রামে অবস্থিত গ্রীন হলিডে পার্কে অভিযান পরিচালনা করেন। গত ১৯ জুলাই অভিযান পরিচালনা করে সাউন্ড বক্স, জেনারেটর ও চেয়ার জব্দ করেন মাধবদী থানা পুলিশ। এসময় পার্ক কর্তৃপক্ষ টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রশাসান অভিযান পরিচালনা করায় খুশি এলাকাবাসী। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামানসহ নরসিংদী জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানান এলাকাবাসী। উল্লেখ্য নরসিংদীর মাধবদী পাথরপাড়া গ্রামের ভিতর ছোট্ট পরিসরে কিছুদিন পূর্বে গড়ে উঠেছে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মামুনুর রশিদ সাজনের মালিকানাধীন গ্রীন হলিডে পার্ক। যেখান থেকে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। ঈদসহ বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে উচ্চ সাউন্ডে অশ্লীল গান বাজিয়ে নারীদের নাচিয়ে দর্শক মাতানোর নামে যৌনতা ছড়াচ্ছিল গ্রীন হলিডে পার্ক কর্তৃপক্ষ। খোলামেলা অর্ধউলঙ্গ নারীদের অশ্লীল নৃত্য দেখার জন্য সমবেত হতো হাজার হাজার তরুন-তরুনী। যা দেখে সমাজের যুবকদের মধ্যে দেখা দেয় সামাজিক অবক্ষয়। ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের এমন কর্মকান্ডে হতবাক ও ভয়ে নির্বাক এলাকাবাসী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উচ্চ সাউন্ডে গান বাজনার ফলে মুসল্লিদের নামাজ আদায় করতে, শিক্ষার্থীদের পড়ালেখা করতে সমস্যা হচ্ছে। গানের আউয়াজে ঘুমাতে পারেনা সকল শ্রেণীপেশার মানুষ। হার্ট দূর্বল ও অসুস্থ রোগীদের জন্য এযেন এক জাহান্নামে পরিণত হয়েছে। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান বলেন বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর আমি ঘটনাটি জানতে পারি। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গ্রীন হলিডে পার্কে অভিযান পরিচালনা করে ২টি সাউন্ড বক্স, ১টি জেনারেটর ও ৪০টি চেয়ার জব্দ করে নিয়ে আসি। এসময় পার্ক কর্তৃপক্ষ টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। মুহাম্মদ মুছা মিয়া মাধবদী, নরসিংদী।