নরসিংদী প্রতিনিধি:
আন্তঃজেলা অটো ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (০৬ ডিসেম্বর) সকাল ১১ টায় নরসিংদী পুলিশ সুপার সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
লিখিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান গত( ০১ ডিসেম্বর) মাধবদীতে অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অন্তর (১৩) নামে এক অটো চালক।
পরের দিন বিকেল বেলা মাধবদী থানার বালাপুর রোডের দরগা কান্দা গ্রামে কচুরির ডোবায় তার লাশ পাওয়া যায়।
পরে এ ঘটনায় অন্তরের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গতকাল রবিবার রাতে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানার কাঁচপুর এলাকা থেকে
আসামী আল আমিন (৩৬), বকুল মিয়া (৪৫), অহিদুল ইসলাম মাতাব্বর(সবুজ২৫), ছগির(৩১), সাজ্জাদ (শাহাদত ৩২) কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তর হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ।